Thursday, 4 August 2022

কবিতা

অথিতি হয়ে আসিলে মোর জীবনে ক্রন্দন দিয়ে গেলে মোর ভুবনে।। নীরস হিয়া তোমার, হবে গো প্রিয়া কবুও ভাবিনি।। বার বার আঁখিতে সংশয়, লালনা তুমি করিতে পারো এত চলনা।। যখন তুমি ভঙ্গুর মুখে অনবত হয়ে আসিলে মোর ধরায়। তখন, অবলা ভেবে, আচ্ছাদন করে, নিলাম মনেরী ছায়া-লোকে।। ভেঙ্গে দিলে মনের মহাশূন্য, বহমান নদির ভঙ্গে। আফসোস তোমার জন্য,তুমি হতে পারোনি আজও ধন্য। রোধন মাখিয়া আঁখিতে আমার,তবু্ও হইলে বিফল৷। ভজন করিলাম প্রভুর কাছে, বিহারি গগনে ভাসো মহা-বিলাসে।। শুধু আমার বিফল স্মৃতিটুকু সমাদর করিলে, আমি খুশি হবো জলধর বৃষ্টির মত।। ...............সোহেল উদ্দিন

No comments:

Post a Comment

বেলী ফুল