Tuesday, 14 March 2023

বেলী ফুল

মাঝে মাঝে ভাবি, বেলী ফুলের মত যদি সাদা হতে পারতাম! ধবধবে সাদা। এই দুনিয়ায় সুন্দরের পূজারীদের ভিড়ে আমি রাজা হয়ে থাকতাম, সবাই আমার সুবাস নিতো, রমনীরা অনেক ভালোবাসতো, কেউ ভালোবেসে খোঁপায় বেঁধে রাখতো, কেউ আবার গলায় মালা বানাতো..যখন আমি নিষ্প্রাণ হয়ে হারিয়ে যেতাম, তখন আবার আমাকেও নতুন করে সবাই খুঁজে এনে ভালোবাসতো, এভাবে যাওয়া আসার মাঝে একটু একটু ভালোবাসা পেতাম ........ সোহেল উদ্দিন শুভ..

No comments:

Post a Comment

বেলী ফুল