Sunday, 31 July 2022

তাকে না দেওয়া চিঠি...

প্রথম যে দিন তোমাকে দেখেছি, সেদিন হতে আজ পর্যন্ত তোমাকে ছাড়া কাউকে ভাবিনী।কলেজের সেই প্রথম দিন থেকে আমার হৃদয়ের মহাকাশে শুধু তুমি একমাত্র অন্তরীক্ষ। তোমাকে ভালবাসি..!! তবে কতটুকু ব্যাখা দিতে পারবো না। শুধু বলতে পারবো, আমি তোমাকে ভালবাসি খুব বেশি।আমি তোমার প্রতিটি ছোট ছোট বিষয় গুলোকে ভালবাসি।আমি তোমার চোখের মাঝে ভালবাসা খুঁজে পাই।তোমার বাতাসে দুল খাওয়া চুল, কিংবা ঠোঁটের কোনে শুকনো হাসির মাঝেও ভালবাসা খুঁজে পাই। তোমাকে ভালবাসি কোন নিয়ম না মানার নিয়মে, তোমাকে ভালবাসি কোন কারণ না জেনে, তোমাকে ভালবেসে পাবো কিনা? তাও জানি না। তোমাকে ভালবাসি শুধু ভালবাসার জন্য। প্রতিদিন তোমার দেখা পাই না, কিন্তু যে দিনই তোমার দেখা পাই সে দিনটি আমার প্রিয়। মাঝে মাঝে ভাবি তোমাকে পাবো না, তুমি হয়তো অন্য কারো হয়ে গেছো কিংবা হয়ে যাবে। কিন্তু তবুও আমি ভালবাসি, তবুও তোমার জন্য অপেক্ষা করি। কেন জানো..কারণ অপেক্ষা হলো শুদ্ধতম ভালবাসার একটি চিহৃ। সবাই ভালবাসি বলতে পারে, কিন্তু সবাই অপেক্ষা করতে পারে না। তাছাড়াও তোমার মায়াবি মুখখানি আমি কোন দিনই ভুলতে পারবো না। শুধু নিরবে তোমাকে ভালবেসে যাবো। ‍শুধু একটি কথা মনে রেখো তোমাকে যে চাহিয়াছে ভুলে একদিন, সে জানে তোমাকে ভুলা কি কঠিন। সোহেল উদ্দিন শুভ

No comments:

Post a Comment

বেলী ফুল