Sunday, 31 July 2022
অনুভবে রয়ে গেলো..
চাইলে হয়তো অনেক ভালোবাসা পেতাম।।
চাইলে হয়তো অনেক বার প্রেমে পড়তে পারতাম।
কিন্তু
সেটা করি নি...
কারণ অনুভব করতে ভালো লাগে..
হয়তো অনেক ভালোবাসা পেলে বুঝতাম না
বেদনা কি,
অনুভব কি,
মায়া কি,
অপেক্ষা কি,
তাই হয়তো আমার ভালোবাসা টা অনুভবেই রয়ে
গেলো।।
....... কোন এক রাতের অনুভুতি...
.....সোহেল উদ্দিন শুভ
Subscribe to:
Post Comments (Atom)
-
অনার্স-লাইফ আমার ছাত্রজীবনের ২০১৬ সালের এইচএসসি ব্যাচটা অনেক দারুণ ছিল। একতাবদ্ধ ছিলাম। মাঝে একটা বছর হতাশার মধ্যে কাটানোর পর প্রথম চয়েস এ ...
-
চাইলে হয়তো অনেক ভালোবাসা পেতাম।। চাইলে হয়তো অনেক বার প্রেমে পড়তে পারতাম। কিন্তু সেটা করি নি... কারণ অনুভব করতে ভালো লাগে.. হয়তো অনেক ভালোব...
-
চেনা মানুষের মুখে নতুন মুখোশ সময় তো বদলায় ওদের কি দোষ.. প্রেম করছিলাম ১টা সেই ক্লাস ৯থেকে ১২.. চাইলে হয়তো বিয়ে করতে পারতাম, কিন্তু আমি ...
No comments:
Post a Comment