Tuesday, 14 March 2023
প্রেমিকা
প্রেমিকা
সোহেল উদ্দিন শুভ
প্রেমিকা তুমি আমার প্রিয় গোলাপ হও,,
রাখবো সাজিয়ে তোমায়
আমার মনের টবে ..
যদি, সুখে সর্বদা আমার পাশে রও,,
আগলিয়ে রাখবো সদা তোমায় ভালোবেসে এক
মনে..🤍🖤
প্রেমিকা যদি বেলি ফুল হতে মালা করে সাজিয়ে রাখতাম আমার মনের ঘরে।
সারা
দিন মালা হয়ে....
ভালোবাসা পেতে মন ভরে..
প্রেমিকা তুমি যদি কৃষ্ণচূড়া হতে তোমার
রঙে রাঙ্গিয়ে নিতাম.. মনের দিগন্ত...
তোমায় দেখে কাটিয়ে দিতাম শত বসন্ত।
প্রেমিকা
যদি রজনীগন্ধা হয়ে গন্ধ বিলাতে..
সর্বদা পেতাম সুবাশ অঙ্গে..
লাগিয়ে ফুরাতাম মনের
বিলাশ...।।
Subscribe to:
Post Comments (Atom)
-
অনার্স-লাইফ আমার ছাত্রজীবনের ২০১৬ সালের এইচএসসি ব্যাচটা অনেক দারুণ ছিল। একতাবদ্ধ ছিলাম। মাঝে একটা বছর হতাশার মধ্যে কাটানোর পর প্রথম চয়েস এ ...
-
চেনা মানুষের মুখে নতুন মুখোশ সময় তো বদলায় ওদের কি দোষ.. প্রেম করছিলাম ১টা সেই ক্লাস ৯থেকে ১২.. চাইলে হয়তো বিয়ে করতে পারতাম, কিন্তু আমি ...
-
প্রথম যে দিন তোমাকে দেখেছি, সেদিন হতে আজ পর্যন্ত তোমাকে ছাড়া কাউকে ভাবিনী।কলেজের সেই প্রথম দিন থেকে আমার হৃদয়ের মহাকাশে শুধু তুমি একমাত্র অন...
No comments:
Post a Comment