Tuesday, 14 March 2023

প্রেমিকা

প্রেমিকা সোহেল উদ্দিন শুভ প্রেমিকা তুমি আমার প্রিয় গোলাপ হও,, রাখবো সাজিয়ে তোমায় আমার মনের টবে .. যদি, সুখে সর্বদা আমার পাশে রও,, আগলিয়ে রাখবো সদা তোমায় ভালোবেসে এক মনে..🤍🖤 প্রেমিকা যদি বেলি ফুল হতে মালা করে সাজিয়ে রাখতাম আমার মনের ঘরে। সারা দিন মালা হয়ে.... ভালোবাসা পেতে মন ভরে.. প্রেমিকা তুমি যদি কৃষ্ণচূড়া হতে তোমার রঙে রাঙ্গিয়ে নিতাম.. মনের দিগন্ত... তোমায় দেখে কাটিয়ে দিতাম শত বসন্ত। প্রেমিকা যদি রজনীগন্ধা হয়ে গন্ধ বিলাতে.. সর্বদা পেতাম সুবাশ অঙ্গে.. লাগিয়ে ফুরাতাম মনের বিলাশ...।।

No comments:

Post a Comment

বেলী ফুল