Sunday, 31 July 2022
তাকে না দেওয়া চিঠি...
প্রথম যে দিন তোমাকে দেখেছি, সেদিন হতে আজ পর্যন্ত তোমাকে ছাড়া কাউকে ভাবিনী।কলেজের
সেই প্রথম দিন থেকে আমার হৃদয়ের মহাকাশে শুধু তুমি একমাত্র অন্তরীক্ষ। তোমাকে
ভালবাসি..!! তবে কতটুকু ব্যাখা দিতে পারবো না। শুধু বলতে পারবো, আমি তোমাকে ভালবাসি
খুব বেশি।আমি তোমার প্রতিটি ছোট ছোট বিষয় গুলোকে ভালবাসি।আমি তোমার চোখের মাঝে
ভালবাসা খুঁজে পাই।তোমার বাতাসে দুল খাওয়া চুল, কিংবা ঠোঁটের কোনে শুকনো হাসির
মাঝেও ভালবাসা খুঁজে পাই। তোমাকে ভালবাসি কোন নিয়ম না মানার নিয়মে, তোমাকে ভালবাসি
কোন কারণ না জেনে, তোমাকে ভালবেসে পাবো কিনা? তাও জানি না। তোমাকে ভালবাসি শুধু
ভালবাসার জন্য। প্রতিদিন তোমার দেখা পাই না, কিন্তু যে দিনই তোমার দেখা পাই সে
দিনটি আমার প্রিয়। মাঝে মাঝে ভাবি তোমাকে পাবো না, তুমি হয়তো অন্য কারো হয়ে গেছো
কিংবা হয়ে যাবে। কিন্তু তবুও আমি ভালবাসি, তবুও তোমার জন্য অপেক্ষা করি। কেন
জানো..কারণ অপেক্ষা হলো শুদ্ধতম ভালবাসার একটি চিহৃ। সবাই ভালবাসি বলতে পারে,
কিন্তু সবাই অপেক্ষা করতে পারে না। তাছাড়াও তোমার মায়াবি মুখখানি আমি কোন দিনই
ভুলতে পারবো না। শুধু নিরবে তোমাকে ভালবেসে যাবো। শুধু একটি কথা মনে রেখো তোমাকে
যে চাহিয়াছে ভুলে একদিন, সে জানে তোমাকে ভুলা কি কঠিন।
সোহেল উদ্দিন শুভ
অনুভবে রয়ে গেলো..
চাইলে হয়তো অনেক ভালোবাসা পেতাম।।
চাইলে হয়তো অনেক বার প্রেমে পড়তে পারতাম।
কিন্তু
সেটা করি নি...
কারণ অনুভব করতে ভালো লাগে..
হয়তো অনেক ভালোবাসা পেলে বুঝতাম না
বেদনা কি,
অনুভব কি,
মায়া কি,
অপেক্ষা কি,
তাই হয়তো আমার ভালোবাসা টা অনুভবেই রয়ে
গেলো।।
....... কোন এক রাতের অনুভুতি...
.....সোহেল উদ্দিন শুভ
Friday, 29 July 2022
একদিন আমিও বদলে যাবো খুব নিখুঁতভাবে।
আমাদের এ সমাজের কিছু মানুষ আপনাকে সারা জীবন ঘৃণা করবে। আপনি যদি সারা জীবন ধরেও তাদের উপকার করেন তবুও আপনাকে খারাপ মনে করবে, আপনে যদি চুপ থাকেন তারা বলবে বোকা, যদি একটু চঞ্চল টাইপের হোন তখন বলবে বেয়াদব।।আবার অন্যায়ে প্রতিবাদ করেন বলবে গুন্ডা...
আপনি ভুলে যদি জীবনে কোন একটা বড় মাপের দোষ করেন তা হলে হলে আপনে শেষ!!
সারা জীবন তারা আপনাকে ওটা নিয়ে ইনসাল্ট করবে।। আপনি যদি পরবর্তীতে মাওলানাও হয়ে যান, তখন বলবে ও তো এটা করছে, ওটা করছে, এখন মাওলানা হইলো কেমনে.. মোট কথা আমরা এমন একটা সমাজে বসবাস করি যেখানে আমাদের আউটলুক প্রাণীদের মত..যাচাই-বাছাই না করে সাটিফিকেট দিয়া দেই.. সোহেল উদ্দিন শুভ
Subscribe to:
Posts (Atom)
-
প্রথম যে দিন তোমাকে দেখেছি, সেদিন হতে আজ পর্যন্ত তোমাকে ছাড়া কাউকে ভাবিনী।কলেজের সেই প্রথম দিন থেকে আমার হৃদয়ের মহাকাশে শুধু তুমি একমাত্র অন...
-
অনার্স-লাইফ আমার ছাত্রজীবনের ২০১৬ সালের এইচএসসি ব্যাচটা অনেক দারুণ ছিল। একতাবদ্ধ ছিলাম। মাঝে একটা বছর হতাশার মধ্যে কাটানোর পর প্রথম চয়েস এ ...
-
চেনা মানুষের মুখে নতুন মুখোশ সময় তো বদলায় ওদের কি দোষ.. প্রেম করছিলাম ১টা সেই ক্লাস ৯থেকে ১২.. চাইলে হয়তো বিয়ে করতে পারতাম, কিন্তু আমি ...