Friday, 29 July 2022

একদিন আমিও বদলে যাবো খুব নিখুঁতভাবে।

 আমাদের এ সমাজের কিছু মানুষ আপনাকে সারা জীবন ঘৃণা করবে। আপনি যদি সারা জীবন ধরেও তাদের উপকার করেন তবুও আপনাকে খারাপ মনে করবে, আপনে যদি চুপ থাকেন তারা বলবে বোকা, যদি একটু চঞ্চল টাইপের হোন তখন বলবে বেয়াদব।।আবার অন্যায়ে প্রতিবাদ করেন বলবে গুন্ডা...

আপনি ভুলে যদি জীবনে কোন একটা বড় মাপের   দোষ করেন তা হলে হলে আপনে শেষ!! 

সারা জীবন তারা আপনাকে ওটা নিয়ে ইনসাল্ট করবে।। আপনি যদি পরবর্তীতে মাওলানাও হয়ে যান, তখন বলবে ও তো এটা করছে,  ওটা করছে, এখন মাওলানা হইলো কেমনে.. মোট কথা আমরা এমন একটা সমাজে বসবাস করি যেখানে  আমাদের আউটলুক প্রাণীদের মত..যাচাই-বাছাই না করে সাটিফিকেট দিয়া দেই.. সোহেল উদ্দিন শুভ

বেলী ফুল